Top
সর্বশেষ

৮ কোম্পানির লভ্যাংশ প্রতারণা তদন্তের দাবি বিনিয়োগকারীদের

০২ নভেম্বর, ২০২০ ১০:২৪ পূর্বাহ্ণ
৮ কোম্পানির লভ্যাংশ প্রতারণা তদন্তের দাবি বিনিয়োগকারীদের

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বনামধন্য বেশকিছু কোম্পানি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার করছে বলে অভিযোগ রয়েছে। ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। লভ্যাংশ প্রদানে প্রতারণার অভিযোগে ৮টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে পাঠানো চিঠিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। ওই ৮ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৃথক পৃথক চিঠি দিয়েছে সংগঠনটি।

চিঠিতে উল্লেখ করা হয়, ৮টি কোম্পানি লভ্যাংশ ঘোষণার নামে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে। তাই এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ভিএফএস থ্রেড ডাইং, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, ম্যাকসন স্পিনিং মিলস, বিকন ফার্মাসিউটিক্যালস, অ্যাডভেন্ট ফার্মা ও ফার কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, বেক্সিমকো ফার্মা ৮.৬৭ টাকা ইপিএস হওয়ার পরেও ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানিটির রিজার্ভ জমা রয়েছে ২৯০ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৭১০ টাকা। সর্বশেষ ৩৫১ কোটি টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ৬০ কোটি টাকা লভ্যাংশ বাবদ দিয়েছে। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় আরো ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

ভিএফএস থ্রেড ডাইং ১.৪৯ টাকা ইপিএস হওয়ার পরেও ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১২ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮৪০ টাকা। সর্বশেষ ১৫ কোটি ২৭ লাখ ৩২ হাজার ৩১২ টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ৩৭ লাখ ৫১ হাজার ৪৭২ টাকা লভ্যাংশ বাবদ দিয়েছে। এটা অনৈতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় আরো ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

গোল্ডেন হারভেস্টের সর্বশেষ ইপিএস হয়েছে ০৪ পয়সা। চলতি হিসাব বছরে কোম্পানির প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ৬০ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ৪১ পয়সা, তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ০৪ পয়সা। আর ২০১৯ সালে ইপিএস ছিল ২.০৩ টাকা। ফলে বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস আশঙ্কাজনহারে কমেছে। এছাড়া কোম্পানিটি ২০১৯ সালে রাইট ইস্যুর মাধ্যমে ৮৯ কোটি ৯৩ লাখ টাকা সংগ্রহ করে। এরপরও কোম্পানি ২০২০ সালের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। ফলে কোম্পানির রাইটের টাকার অপব্যবহার ও ইপিএস প্রতারণা তদন্তের দাবি জানানো হয়েছে।

নর্দান জুটের ইপিএস ১১.৩৩ টাকা হওয়ার পরেও কোম্পানিটি মাত্র ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ২ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৮৪০ টাকা। সর্বশেষ ২ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ১০ লাখ ৭১ হাজার টাকা লভ্যাংশ বাবদ দিয়েছে। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় আরো ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ইপিএস ৩৩ পয়সা হওয়ার পরেও কোম্পানিটি মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১৬ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ১২২ টাকা। সর্বশেষ ৭ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ২ কোটি ১৮ লাখ ৯ হাজার ৩৪২ টাকা লভ্যাংশ দিয়েছে। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় আরো ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

ম্যাকসন স্পিনিং মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১৮ কোটি ৮২ লাখ ৩ হাজার ৭০৫ টাকা। সর্বশেষ ১৮ কোটি ৮২ লাখ টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ৪ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৭০৫ টাকা লভ্যাংশ দিয়েছে। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় আরো ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

অ্যাডভেন্ট ফার্মার ইপিএস ১.৪১ টাকা হওয়ার পরেও কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। সর্বশেষ ৯ কোটি ১৩ লাখ ৬ হাজার ৬০০ টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেয়নি। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় বোনাসের পাশাপাশি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

বিকন ফার্ম‍ার ইপিএস ১.৬৫ টাকা হওয়ার পরেও মাত্র ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ২৪ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ ৩৮ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩ কোটি ৮৬ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে। তাই কোম্পানিটির ইপিএস বিবেচনায় আরো ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার দাবি করা হয়েছে।

শেয়ার