Top
সর্বশেষ

যশোরে করোনা শনাক্ত ২৮০ জন, মৃত্যু ৯

০২ জুলাই, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
যশোরে করোনা শনাক্ত ২৮০ জন, মৃত্যু ৯

যশোর প্রতিনিধি:

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আরিফ আহম্মেদ ও যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডাঃ রেহনেওয়াজ জানিয়েছেন গত ২৪ ঘন্টায় জেলার ৯০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ। নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে চার জন করোনা রোগী ছিলেন। বাকি ৫ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৭৮ জন। এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছে ১২৭৮৭ জন, সুস্থ হয়েছেন ৭৪৬৯ জন এবং মারা গেছে ১৫৬ জন।

আজ শুক্রবার ( ২ জুলাই) যশোর সদর উপজেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের, কেশবপুরে উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ জনের, ঝিকরগাছায় উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের, অভয়নগর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের , মনিরামপুর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৩ জনের, বাঘারপাড়া উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৬ জনের, শার্শা উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ জনের ও চৌগাছা উপজেলায় ৫ জনের।

শেয়ার