Top
সর্বশেষ

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

০৩ নভেম্বর, ২০২০ ১০:১৬ পূর্বাহ্ণ
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে সোমবার (২ নভেম্বর) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এদিন লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছেন। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণে দাঁড়িয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা।

শেয়ার