Top
সর্বশেষ

‘ট্রাস্ট মানি’ মোবাইল অ্যাপ ও ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু

০৩ নভেম্বর, ২০২০ ১০:১৯ পূর্বাহ্ণ
‘ট্রাস্ট মানি’ মোবাইল অ্যাপ ও ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) ‘ট্রাস্ট মানি’ মোবাইল অ্যাপ, ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এবং ফেসবুক পেজ চালু করেছে।

সোমবার (২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করেন।

‘ট্রাস্ট মানি’ অ্যাপের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় এবং যেকোনো জায়গায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। ভিসা সিগনেচার ক্রেডিটকার্ডের গ্রাহকরা সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ ক্রেডিট সীমা গ্রহণ করবে এবং বিশ্বব্যাপী ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধাসহ আরও অনেক সুবিধাভোগ করতে পারবেন।

‘ট্রাস্ট মানি’ মোবাইল অ্যাপ, ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এবং ফেসবুক পেজ উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

শেয়ার