Top
সর্বশেষ

মানিকগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

০৪ জুলাই, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
মানিকগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি:

মহামারী কভিড -১৯ এ যেন খাদ্যাভাব দেখা না দেয় সেকল্পে সরকারের পক্ষ থেকে ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় মানিকগঞ্জে আউশ ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার ৪ জুলাই সকালে ১নং গড়পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় চেয়ারম্যান আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা কৃষি অফিসার ইমতিয়াজ আলম কৃষকদের মাঝে কৃষি উপকরণ গুলো বিতরণ করেন।

সরকারের পক্ষ থেকে দেশে আউশ ধানের উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যেই এই ধরনের প্রণোদনা গুলো দেয়া হচ্ছে। সেই লক্ষ্যেই এই প্রণোদনার আওতায় সদর উপজেলার দশ’টি ইউনিয়নের প্রায় পাঁচ’শ কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রতি এক বিঘা জমিতে আউশ চাষের জন্য প্রয়োজনীয় ধানের বীজ ও সার সম্পুর্ন বিনামূল্যে কৃষকদের বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তাইফুর রহমান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাবৃন্দ ছাড়াও গ্রাম পুলিশের সদস্য ও অর্ধশতাধিক প্রান্তিক কৃষক।

শেয়ার