চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল এবং চিলির বিপক্ষে জিতে পেরু পেয়েছিল কোপা আমেরিকার গত আসরের ফাইনালের টিকিট। পরে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পেরুকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ঘরের মাঠের কোপায় চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
এবারও নিজেদের ঘরের মাঠেই কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। এবারও শিরোপা জেতার পথে পেরু বাধা অতিক্রম করতে হবে সেলেকাওদের। তবে সেটি ফাইনালে নয়। এবার সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে কোপার গত আসরের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও পেরু।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে এ দুই দল। শুধু গত আসরের ফাইনালে নয়, চলতি আসরের গ্রুপপর্বের ম্যাচেও পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন ৪-০ গোলের বড় জয় পেয়েছিল তিতের শিষ্যরা।
সবমিলিয়ে এ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ৪৯ ম্যাচে। যেখানে ব্রাজিলই জিতেছে ৩৫টি ম্যাচ, ড্র ৯টি আর পেরুর জয় ৫ ম্যাচে। কোপা আমেরিকায় মোট ১২ বার একে অপরের বিপক্ষে খেলেছে এ দুই দল। যেখানে ব্রাজিলের জয় ৮ ম্যাচে আর ড্র-পরাজয় ২টি করে ম্যাচে।