Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে নতুন শনাক্ত ২৭, লকডাউন চলছে

০৫ জুলাই, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নতুন শনাক্ত ২৭, লকডাউন চলছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনায় কারো মৃত্যু না হলেও নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৭ জন।

জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় ২৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ৪ হাজার ২৯৪ জনে।

তিনি জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩হাজার ৪২২জন। আর মারা গেছেন ১১৪জন। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে করোনা রোগী ভর্তি আছে ৭৫জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমনরোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও লকডাউন চলছে। কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার বিভিন্ন স্থানে রয়েছে পুলিশের চেকপোস্ট। জেলা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান করছে পুলিশ। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরাও মাঠে কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ বিধিনিষেধ অমান্য করলে করা হচ্ছে জরিমানা।

তবে আজ সোমবার লকডাউনের ৫ম দিনে জেলা শহরে রিক্সা, অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল অন্য দিনের তুলনায় বেড়েছে। ওষুধের দোকান, খাবারের দোকান ও কাঁচাবাজার ছাড়া বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

শেয়ার