Top

দর পতনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স

০৫ জুলাই, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৪ বারে ৬ লাখ ৯৬ হাজার ৮৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫০  শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩৮ বারে ১৯ লাখ ২৩ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪২৬ বারে ৯ লাখ ২০ হাজার ৫১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ৬.১১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৪৮ শতাংশ, ইউনিক হোটেলের ৫.৪১ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৪.৮৯ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার