Top

ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার

০৫ জুলাই, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানির ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৫ লাখ ২৬ হাজার ৬৪১টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৮ লাখ টাকার বিডি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে ফনিক্স ফাইন্যান্সের।

এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৬ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৬ লাখ ৯ হাজার টাকার, আর্গন ডেনিমসের ১৮ লাখ ৫৫ হাজার টাকার, বিকন ফার্মার ৬ লাখ ৮৩ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৩৯ লাখ ৭০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭৭ লাখ ১৫ হাজার টাকার, এস্কয়ার নিটের ৮৭ লাখ ৭২ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৬ লাখ ৫০ হাজার টাকার, ফরচুনের ৪৫ লাখ ৭৯ হাজার টাকার, জেনেক্সের ১ কোটি ৮৫ লাখ ২৯ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ৫ লাখ ১৩ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ৯ লাখ ৯৯ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৩৫ লাখ ১৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৩ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭৫ লাখ ৬৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৩৪ লাখ ৩০ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৪১ লাখ ৯০ হাজার টাকার, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪৬ লাখ ৮০ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৭ লাখ ২০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, আরডি ফুডের ৩৪ লাখ ৬০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, সিলকো ফার্মার ৩৪ লাখ ৮ হাজার টাকার এবং সোনালী পেপারের ৮ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার