Top
সর্বশেষ

লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচকও

০৫ নভেম্বর, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ
লেনদেনের পাশাপাশি বেড়েছে  সূচকও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে সব ধরনের সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটর দর কমেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৯২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৮২০ কোটি ৭৭ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে, সিএসসিএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট ।

শেয়ার