Top
সর্বশেষ

ময়মনসিংহ জোনের ইসলামী ব্যাংকের ওয়েবিনার

০৫ নভেম্বর, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ
ময়মনসিংহ জোনের ইসলামী ব্যাংকের ওয়েবিনার

ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়ছে।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

আরও বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ। ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা। ময়মনসিংহ জোনের শাখাপ্রধান, নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

শেয়ার