Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু

০৬ জুলাই, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় চাঁপাাইনবাবগঞ্জে আরো ৩জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। করোনা ওয়ার্ডের চিকিৎসক আহনাফ শাহরিয়ার বিষিয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সখ্যা দাঁড়ালো ১২২জন।এদিকে জেলা সিভিল সার্জন অফিস সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জন। ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৩০জনের শরীরে করোনাভাইরাসটি শনাক্ত হয়েছে। গড় সংক্রমনের হার ১২.৬৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩হাজার ৪৭৩ জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমনরোধে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও লকডাউন চলছে। লকডাউন কার্যকরে আজ মঙ্গলবার ষষ্ঠ দিনেও আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে রয়েছেন। ওষুধ, কাঁচাবাজার, খাবার দোকান ছাড়া শপিংমল, মার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। জরুরী পণ্যবাহী ট্রাক ও যান ছাড়া সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার