Top
সর্বশেষ

স্বার্থপর

০৬ জুলাই, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
স্বার্থপর
মোঃ জিহাদুল ইসলাম :

এই পৃথিবীর মানুষগুলো
ভীষণ স্বার্থপর
আপন বলে ভাবি যাদের
তারা হয় যে পর।

আপন মানুষগুলোও যে
নিজের স্বার্থ খুঁজে
সহ্য করি সকল ব্যাথা
মুখটি আমি বুজে।

হোক না যতই রক্তের আপন
স্বার্থ ছাড়া পর
আমি বাঁধি তাদের নিয়ে
ভালোবাসার ঘর।

প্রয়োজনে কাছে টানে
করে সবাই আপন
দম ফুরালে পর করে দেয়
পরায় সাদা কাফন।

এ যেন ভাই এই পৃথিবীর
অদ্ভুত এক নীতি
স্বার্থবিহীন কেউ কাছে নাই
বিলীন সকল প্রীতি।

 

শেয়ার