সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৪৫ বারে ১ হাজার ১১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫০ বারে ৫৭ লাখ ৩২ হাজার ৯১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আমান ফিডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮৩ বারে ৮১ লাখ ১৭ হাজার ১২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপোলো ইস্পাতের ৯.৭৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.৭৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৫২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, জাহিন টেক্সটাইলের৯.৩০ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯.২৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৯.০৯ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস