আবারও মুম্বাই ইন্ডিয়ান্স, আবারও ফাইনাল। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স খেললেই যেন ফাইনাল অবধারিত। সে হিসেবেই যেন আবার ফাইনালে পৌঁছে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেলো তারা। তবে দিল্লির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তারা আরও একবার সুযোগ পাবে ফাইনালে যাওয়ার।
দিল্লিকে মূলতঃ ফাইনালে তুললো হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং এবং জসপ্রিত বুমরাহর বিধ্বংসী, ভয়ঙ্কর বোলিং। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেয়ার পর প্রতিপক্ষ দলের আর কিছুই থাকার কথা নয়। বুমরাহ সেটাই করলেন আজ। ১৪৩ রানেই থামিয়ে দিলেন দিল্লির ইনিংস। ৮ উইকেট হারিয়েছিল স্রেয়াশ আয়াররা।
জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই বলতে গেলে কোমর ভেঙে যায় দিল্লি ক্যাপিটালসের। কোনো রান না করেই বিদায় নেন দলের সেরা তিন ব্যাটসম্যান পৃত্থি শ’ শিখর ধাওয়ান এবং আজিঙ্কা রাহানে। রানের খাতা খোলার আগেই তিনজন নেই, সুতরাং, সেই দলের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন!
মূলতঃ রোহিত শর্মাদের বিরুদ্ধে কোনো লড়াই’ই করতে পারেনি শ্রেয়াস আয়ারের দিল্লি। বুমরাহের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে দিল্লি ব্যাটসম্যানরা।
ফাইনাল ওঠার লড়াইয়ে বিভিষীকাময় ব্যাটিং দিল্লি ক্যাপিটালসের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১ রানের টার্গেট তাড়া করে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই দিল্লির প্রথম তিন ব্যাটসম্যান ডাগআউটে ফিরে যান। ইনিংসের দ্বিতীয় বলেই ফর্মে না থাকা পৃত্থি শ’কে ফেরান ট্রেন্ট বোল্ট। শেষ সাত ম্যাচে ২০ রানের গণ্ডিও ছুঁতে পারেননি পৃত্থি।
এরপর আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই আউট হয়ে যান। রাহনেকে ফেরান বোল্ট। প্রথম দু’টি উইকেট বোল্ট তুলে নিলেও এরপর শুরু হয় বুমরাহের ভয়ঙ্কর বোলিং। অসাধারণ ইয়র্কারে শিখর ধাওয়ানকে বোল্ড করেন তিনি। এরপর একে একে তার সামনে আত্মসমর্পণ করেন দিল্লি ব্যাটসম্যানরা।
অধিনায়ক শ্রেয়াস আয়ার, মার্কাস স্টোইনিজ এবং ড্যানিয়েল সামস তার শিকার। ৮ বলে তিনটি বাউন্ডারি মেরে ১২ রান করার পর বুমরাহর শিকার হন তিনি। এরপর রিশাভ পান্তকে ফেরান ক্রুনাল পান্ডিয়া। ২০০ রান তাড়া করতে নেমে ৪১ রানে পাঁচ উইকেট হারায় দিল্লি। অর্থাৎ ৫০ রানের গণ্ডি ছোঁয়ার আগেই দিল্লির পাঁচ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।
মিডল অর্ডারে মার্কাস স্টোইনিজ ঘুরে না দাঁড়ালে তো ১০০’ও করতে পারতো না দিল্লি। ৪৬ বলে ৬৫ রান করেন তিনি। শেষ দিকে অক্ষর প্যাটেল করেন ৩৩ বলে ৪২ রান। কাগিসো রাবাদা করেন ১৫ রান। তাতেও কোনো লাভ হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় দিল্লি।
বুমরাহর ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নেন ট্রেন্টন বোল্ট, ১টি করে নেন হার্দিক পান্ডিয়া এবং কাইরন পোলার্ড।