Top
সর্বশেষ

নওগাঁয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থীতিশীল রাখতে বাজারে জেলা প্রশাসক

০৬ জুলাই, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
নওগাঁয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থীতিশীল রাখতে বাজারে জেলা প্রশাসক

সারাদেশের ন্যায় নওগাঁয় চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থীতিশীল রাখতে কাঁচাবাজরগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। মঙ্গলবার বেলা ১১টায় শহরের প্রধান কাঁচাবাজার, মাছ বাজার ও চাল বাজার পরিদর্শন করেন তিনি।

এসময় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রয় করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করে দেন। এবং সবাইকে বাজার দরের মূল্যে তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এদিকে নওগাঁয় কঠোর লকডাউনে ৬ষ্ঠ দিনে রাস্তাঘাটে বেড়েছে মানুষের আনাগোনা। রাস্তাঘাটে বেড়েছে রিকশা ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে সচেতন করতে দেখা গেছে। সেই সাথে আইনশৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

শেয়ার