Top
সর্বশেষ

মানিকগঞ্জে ক্রমাগত করোনা শনাক্তবৃদ্ধি, আক্রান্তের হার ৩৭.৭% ভাগ

০৭ জুলাই, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
মানিকগঞ্জে ক্রমাগত করোনা শনাক্তবৃদ্ধি, আক্রান্তের হার ৩৭.৭% ভাগ
মানিকগঞ্জ প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে করোনায় আক্রান্তে নতুন যুক্ত হয়েছেন ৬০ জন। নতুন ৬০ জনের দেহে করোনা শনাক্তের বিপরীতে নমুনা সংগ্রহ ছিল ১৫৯ টি। জেলায় আক্রান্তের বর্তমান হার শতকরা ৩৭.৭ ভাগ। এছাড়াও জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৭৮৯ জনের দেহে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৮৭ জন সেই সাথে মারা গেছেন মোট ৫৩ জন।

মঙ্গলবার ৬ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক রফিকুন নাহার বন্যা।

রফিকুন নাহার বন্যা জানান, নতুন আক্রান্তের মধ্যে মানিকগঞ্জ সদরে ১৯জন, সিংগাইরে ১২জন, ঘিওরে ৬ জন, হরিরামপুরে ১৪ জন, সাটুরিয়ায় ৩ জন, শিবালয়ে ৫জন এবং দৌলতপুর উপজেলায় একজন রোগী সনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, মানিকগঞ্জে এখন পর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৭৮৯ জনের দেহে। তন্মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২২৫ জন, সিংগাইর উপজেলায় ৩৮৩জন, সাটুরিয়া উপজেলায় ৩১১ জন, ঘিওর উপজেলায় ২৮৮ জন, শিবালয় উপজেলায় ২৫৯ জন, হরিরামপুর উপজেলায় ১৯৩ জন, দৌলতপুর উপজেলায় রয়েছেন ১২০ জন। আক্রান্ত দুই হাজার ৭৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৮৭ জন। বাকীরা হোমকোয়ারেন্টিন এবং ২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন । জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৩ জন। নিহতদের মধ্যে, মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় ৭ জন করে, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় ৪ জন করে।’

পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে দুই হাজার ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ২৪৫ জনের দেহে। আর মে মাসে এক হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০৯ জনের দেহে। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে জানিয়ে ডাঃ বন্যা বলেন, ৫ জুলাই ১৫৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪ জুলাই ১৮৬টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, ৩ জুলাই ১৪৪টি নমুনা পরীক্ষায় ৩৭ জন এবং ১ জুলাই ১১৬টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য ইতোমধ্যে মানিকগঞ্জসহ আরও ৭টি জেলায় লকডাউন চলছে গত ২২ জুন থেকে।

শেয়ার