Top
সর্বশেষ

কালুখালীতে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

০৭ জুলাই, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
কালুখালীতে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামে চাঁদাদাবীর মামলায় পুলিশ অস্ত্রগুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

বুধবার সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মোঃ মকছেদ আলী মন্ডলের বাড়ীতে গত ২৯ জুন রাত পৌনে ১২টার দিকে একদল দুবৃত্ত নিজেদের মুখমন্ডল ঢেকে ২লক্ষ টাকা চাঁদাদাবী করে। মকছেদ আলী মন্ডল, তার ছেলে আরিফুল ইসলাম আরিফ, ভাই আঃ সালাম, ভাতিজা সবুজকে মারপিট করাসহ ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

এঘটনায় ৩০জুন কালুখালী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের সার্বিক তত্বাবধায়নে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে এস,আই মোঃ মনির হোসেন সন্ত্রাসী দলের দলনেতা কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মিরাজ মন্ডল ওরফে সলকার ছেলে তারু মন্ডল (৩২) কে মঙ্গলবার দুপুর সোয়া ১টার সময় পাংশা থানার পিপুলবাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করে। তারু মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের আব্দুল আজিজ ফকিরের ছেলে মীর কাসেম ফকির (৩২) ও আব্দুল আজিজ মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪৫) নাম প্রকাশ করলে তাদেরকে বড় সাওরাইল গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তারু জিজ্ঞাসাবাদে আরো জানায়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র বড় সাওরাইল গ্রামের রশিদ শেখের বাড়ীর লাকড়ি ঘরের মাচায় ঘষির ভিতর রাখা আছে। কালুখালী থানা পুলিশের অভিযানিকদল রাতভর অভিযান চালিয়ে একটি সচল দোনালা বন্ধুক, একটি সচল একনলা বন্ধুক, ২টি নীল রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে কালুখালী থানা, পাংশা থানা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় কালুখালী থানায় বুধবার অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের নামে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান শাহিদুর রহমান, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার