Top
সর্বশেষ

৪ মাসে বিও হিসাব কমেছে ১ লাখ ৭০ হাজার

০৮ নভেম্বর, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ
৪ মাসে বিও হিসাব কমেছে ১ লাখ ৭০ হাজার

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেশ কমেছে। অর্থবছরের ১ জুলাই বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ২৫ লাখ ৫৫ হাজার ৩৬৫। ৫ নভেম্বর পর্যন্ত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৫ হাজার ৬৫। ফলে চার মাসের ব্যবধানে বিও হিসাবের সংখ্যা কমেছে ১ লাখ ৭০ হাজার ৩০০টি।

রোববার (৮ নভেম্বর) শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিডেট (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের তথ্য মতে, ১ জুলাই ২৫ লাখ ৫৫ হাজার ৩৬৫টি বিও হিসাবের মধ্যে পৃথক বিও হিসাবের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৯৭৪টি। যৌথ বিও হিসাবের সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ৩৪১টি।

এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৮ লাখ ৬৫ হাজার ২৯৬। আর নারী বিনিয়োগকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭০২। এর মধ্যে স্থানীয় বিও হিসাবের সংখ্যা ছিল ২৩ লাখ ৯৭ হাজার ৮১৯। অনাবাসী বিও হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ১৭৯টি।

এদিকে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ লাখ ৮৫ হাজার ৬৫টি বিও হিসাবের মধ্যে পৃথক বিও হিসাবের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৯৭৪টি। আর যৌথ বিও হিসাবের সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৫৬৬টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা রয়েছে ১৭ লাখ ৫৫ হাজার ২১৫। নারী বিনিয়োগকারীর সংখ্যা রয়েছে ৬ লাখ ১৬ হাজার ৩২৫। স্থানীয় বিও হিসাবের সংখ্যা রয়েছে ২২ লাখ ৩৯ হাজার ৪০৩টি। আর অনাবাসী বিও হিসাবের সংখ্যা রয়েছে ১ লাখ ৩২ হাজার ১৩৭টি।

শেয়ার