Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় বসতঘর থেকে ২২ টি গোখরা সাপ উদ্ধার

০৮ জুলাই, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বসতঘর থেকে ২২ টি গোখরা সাপ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বসতঘর থেকে ২২টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে । পরে স্থানীয় লোকজন সাপগুলো পিটিয়ে মেরে ফেলে। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার উথলী গ্রামের আমতলা পাড়ার মনি মিয়ার বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন বলেন, ‘ঘরের মেঝেতে ইদুরের গর্ত দেখতে পেয়ে সন্দেহ হলে প্রতিবেশী কয়েকজন যুবককে ডেকে মাটি কাটা শুরু করি। পরে গর্ত থেকে একে একে বেরিয়ে আসে ২২টি বিষধর সাপের বাচ্চা। তবে মা সাপটি খুঁজে পাওয়া যায়নি।

এক স্থানীয় ওঝা রফিকুল ইসলাম বলেন, এটা কোবরা জাতীয় সাপ। এই অঞ্চলে গোখরা সাপ হিসেবে পরিচিত। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ। বেশিরভাগ ক্ষেত্রে এ সাপটি ফসলের ক্ষেত, জলাভূমি, বন ও মানুষের বসত ভিটায় বসবাস করে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্ত্রী সাপ ১০ থেকে ৩০টি ডিম পাড়ে এবং ডিম না ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত মা সাপ ডিমের সাথেই থাকে।

এ বিষয়ে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উথলী গ্রামের আমতলা পাড়ায় একটি বসত ঘরের মেঝে থেকে ২২ টি বিষধর গোখরা সাপ উদ্ধারের বিষয়টি শুনেছি।

শেয়ার