Top
সর্বশেষ

লেনদেনের পাশাপাশি কমেছে সূচক

০৮ নভেম্বর, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে তা পতনে শেষ হয়েছে।

এদিন লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৬ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ৮৫ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৬ লাখ টাকা।

শেয়ার