Top
সর্বশেষ

চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে ৫৬ লট পণ্য

০৮ জুলাই, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে ৫৬ লট পণ্য

করোনা সংক্রমণ কমাতে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ কার্যকরের ৮ম দিনে নিলাম ডেকেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। এ নিলামে আমদানিকৃত ফল, কেমিক্যাল, প্লাস্টিক পণ্য, টেক্সটাইল, গার্মেন্টস ও চামড়াজাত মিলে মোট ৫৬ লট পণ্য তোলা হয়েছে। নিলামটি বরাবরের মতো পরিচালনা করছে মেসার্স কে এম করপোরেশন।

এবার সবচেয়ে বেশি নিলামে উঠছে ফেব্রিক্স পণ্য, বেবি ডায়াপার ও প্লাস্টিক হ্যাঙ্গার। এছাড়াও রয়েছে আমদানিকৃত ফল, হাইড্রোলিক এসিড, বেটারি, ওয়াশিং কেমিক্যাল, প্লাস্টিক পণ্য, ডায়েসিড (এসিড পণ্য), মাল্টিভিটামিন পাউডার, প্লাস্টিক হ্যাঙ্গার, টেক্সটাইল পণ্য, সালফিউরিক এসিড, ম্যাগাজিন, গার্মেন্টসের কাচামাল, প্লাস্টিক মেশিনারী, ক্যাবল, চামড়াজাত পণ্য, বেবি ডায়াপার, অ্যালুমিনিয়াম পাউডারসহ বিভিন্ন পণ্য।

রোববার (৪ জুলাই) নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়। নিলামে অংশগ্রহণকারীদের বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ২টার মধ্যে ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও হালনাগাদ টিন সার্টিফিকেটের কপি জমা দেয়ার জন্য।

চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্যমতে, ৫৬ লট পণ্য তোলা হয়েছে এবারের নিলামে। এতে রয়েছে- ৯৮ রোল ফেব্রিক্স পণ্য, ১৯৮ বাক্স গার্মেন্টস এক্সেসরিজ, ১২ কনটেইনার সিকিউরিটি ট্যাগ, ১৯ কেজি ফিনিশিং এজেন্ট, ২৭০ কেজি হাইড্রোলিক এসিড, ১০ পিস ব্যাটারি লিড, ৭ কেস ওয়াশিং কেমিক্যাল, ১৬২ কেজি প্লাস্টিক বোতল, ৫ হাজার ৪০ কেজি ডায়েসিড (এসিড পণ্য), ৫৭৩ কেজি মাল্টিভিটামিন পাউডার, ১২ হাজার ৪৩৪ কেজি প্লাস্টিক হ্যাঙ্গার, ৯১ কেজি টেক্সটাইল পণ্য, ১৫২ কেজি সালফিউরিক এসিড, ৩৪৮ কেজি বিএমডব্লিউ ম্যাগাজিন, ১১ হাজার কেজি প্লাস্টিক মেশিনারি, ৩৩ কনটেইনার ক্যাবল, ১ ব্যাগ টেক্সটাইল কেমিক্যাল, ১ হাজার ৪২০ কেজি ফুটওয়্যার, ৪ হাজার ১৯১ কনটেইনার বেবি ডায়াপার, ৭৬২ ব্যাগ অ্যালুমিনিয়াম পাউডার, ২ লাখ ১০ হাজার ৯৪৪ কেজি মাল্টা, ৫৩ হাজার ৭৬০ কেজি কমলা, ৬ হাজার ৩৩৯ কেজি ফুডস্টাফ পণ্য।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম শাখা) মো. আল-আমিন বলেন, আমদানির পর পণ্য খালাস না করায় বন্দরের ইয়ার্ডগুলোতে কনটেইনারের জট লেগে যায়। এ জট কমাতে কাস্টমস কমিশনার স্যারের নির্দেশনায় আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নিলামের পরিমাণ বাড়াচ্ছি।

প্রসঙ্গত, বিদেশ থেকে আনা বিভিন্ন পণ্য খালাস করেন না আমদানিকারকরা। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে আনতে গিয়ে কায়িক পরীক্ষায় আটক করা হয়। নিয়মনুযায়ী তাদের ৩০ দিনের মধ্যে এসব পণ্য খালাসের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে পণ্য খালাস না নিলে এসব পণ্য নিলামে তোলে কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

শেয়ার