Top
সর্বশেষ

টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪

০৮ জুলাই, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। দিনদিন বাড়ছে এ জেলায় শনাক্ত আর মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (৮ জুলাই) এ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ২৫৪ জন। এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, বুধবার (৭ জুলাই) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত টাঙ্গাইলের ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ।

এছাড়াও বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন। এ নিয়ে জেলা মোট মৃত্যু ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৫০৫৯ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২১ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মির্জাপুুর কুমুদিনী হাসপাতালে ৭ জন।

শেয়ার