Top

১০ নভেম্বর ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু

০৮ নভেম্বর, ২০২০ ৪:১৭ অপরাহ্ণ
১০ নভেম্বর ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিএসইসির ৭৪১তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি অভিহিত মূল্যে (প্রতিটি শেয়ার ১০ টাকা) শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে।

২০১৯ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৪২ পয়সা। ভারিত গড় হারে ইপিএস ২ টাকা ৫৮ পয়সা।

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানির সাধারণ শেয়ারে চাঁদা দিতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে চাঁদা নেওয়ার শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

শেয়ার