Top
সর্বশেষ

ফেনীতে ২ হাজার ২৮১ জনকে ৬ লাখ ১৯ হাজার ৮১০ টাকা জরিমানা

০৮ জুলাই, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
ফেনীতে ২ হাজার ২৮১ জনকে ৬ লাখ ১৯ হাজার ৮১০ টাকা জরিমানা
ফেনী প্রতিনিধি :

ফেনীতে কঠোর লকডাউনের সরকার ঘোষিত বিধিনিষেধ, নির্দেশনা অমান্য করায় প্রথম ৭ দিনে ২ হাজার ২৮১ জনকে ৬ লাখ ১৯ হাজার ৮১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, বিধিনিষেধ আরোপের প্রথম দিনে ফেনীতে ৯৯ জনকে ৪৫ হাজার ৫৫০ টাকা, দ্বিতীয় দিনে ৩২৩ জনকে ৮৭ হাজার ২০ টাকা, তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার ৫০ টাকা, চতুর্থ দিনে ফেনীতে ৩৫১ জনকে ১ লাখ ৪৮০ টাকা, পঞ্চম দিনে ৩৯৯ জনকে ৯৩ হাজার ৮৫০ টাকা এবং ষষ্ঠ দিনে ৩৪২ জনের ৮২ হাজার ৭৬০ টাকা ও সপ্তম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ৩৪৬ জনকে ১ লাখ ৩ হাজার ২০ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমান আদালত জেলা জুড়ে প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ফেনীতে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই করোনার নিয়ন্ত্রণ ও বি¯তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে।ৃ

শেয়ার