Top

বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিচ্ছে আদ্-দ্বীন

০৮ জুলাই, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিচ্ছে আদ্-দ্বীন

দেশের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসা সরঞ্জাম সংকটের প্রেক্ষাপটে এগিয়ে এসেছে বেসরকারী হাসপাতাল আদ্-দ্বীন। করোনা রোগীদের চিকিৎসায় বিতরণ করা হয়েছে ১৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা, ৪টি বাইপ্যাপ মেশিন, পাল্স অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, ফেসশিল্ড, এন-৯৫ মাস্কসহ অন্যান্য সরঞ্জামাদি।

এছাড়াও ৩০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে খুলনা বিভাগের ৮টি ডিপো থেকে করোনা আক্রান্তদের অক্সিজেন সহায়তা দিচ্ছে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের প্রশিক্ষিত মাঠ পর্যায়ের কর্মীরা। সেবা পেতে হট লাইন নাম্বার ০১৭০১-২১৯৪৯৬ ও ০১৩১৩-০৮৫৫৬৭ যোগাযোগ করে যে কেউ অক্সিজেন সহায়তা নিতে পারবে। ডিপো হতে ২০ কিলোমিটার পর্যন্ত দূরে অক্সিজেন সরবরাহ করা হবে। ডিপোগুলো হল যশোর সদর, সাতক্ষীরা সদর, খুলনা সদর, বাগেরহাটের কাটাখালি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া ভেড়ামারা আল্লার দরগা, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালে করোনা আক্রানদের চিকিৎসার জন্য ৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা, সিপ্যাপ-বাইপ্যাপসহ হাই ফ্লো নেজাল ক্যানুলা ১টি, বাইপ্যাপ মেশিন ১টি, আইসিইউ পেশেন্ট মনিটর ৪টি, সিরিঞ্জ পাম্প ২০টি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান, আইসিইউ বিভাগের প্রধান ডা. আবুল হাসনাত মো: আহসান হাবিব প্রমুখ। যশোর আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. শিলা পোদ্দার, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. সালাহ উদ্দীন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, আদ্-দ্বীন হাসপাতালের ম্যানেজার মশিউর রহমান, সহকারী ব্যবস্থাপক মো: মুজাহিদুল ইসলাম প্রমুখ।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২টি সিপ্যাপ-বাইপ্যাপসহ হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর দেলদার হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এসএম মুস্তানজীদ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এমএ মোমেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাঃ তাপস কুমার সরকার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেক মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো: রবিউল আওয়াল, সহকারী ব্যবস্থাপক শ্যাম সুন্দর দে প্রমুখ।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানুলা ৫টি, বাইপ্যাপ মেশিন ১টি এবং ৫টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ আহমেদ প্রমুখ। আদ্ দ্বীন হাসপাতালের পক্ষ থেকে উক্ত মালামাল প্রদান করেন আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মোঃ হোসেন আলী, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বাপ্পা দিত্য বসু প্রমুখ।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা-পরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, করোনা মহামারি মোকাবেলায় সরকারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সাহসিকতার সাথে যথাসাধ্য কাজ করে যাচ্ছি। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাঠ পর্যায়ের প্রশিক্ষিত কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় বাসায় গিয়ে করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে। আদ্-দ্বীনের কর্ম এলাকার মাঠ পর্যায়ের এসব কর্মীদের সাথে যোগাযোগ করলে যে কেউ এ সহায়তা পাবেন। সংকটাপন্ন রোগীদের বিনামূল্যে আদ্-দ্বীনের এ্যাম্বুলেন্সের মাধ্যমে সরকারী কোভিড হাসপাতলে পৌছে দিচ্ছে। যে কোন দুর্যোগে আদ্-দ্বীন সবসময় মানুষের পাশে ছিল; ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করবে। দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য বৃহত শিল্পগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

শেয়ার