Top
সর্বশেষ

টাঙ্গাইলে ৩৫ জন চিকিৎসক-নার্সের দেহে করোনা শনাক্ত

০৯ জুলাই, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৩৫ জন চিকিৎসক-নার্সের দেহে করোনা শনাক্ত

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকসহ ৩৫ জন চিকিৎসক ও নার্সের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তারা নিজেরাও করেনায় আক্রান্ত হয়েছেন। এতে চিকিৎসকরা চরম হতাশায় ভুগছেন। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি গতকাল বৃহস্পতিবার নমুনা দিয়েছিলাম। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আমি ছাড়াও এ হাসপাতালে আরও চার চিকিৎসক ও ৩০ জন নার্সের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও আমার স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ এসে। তিনি আরও জানান, এ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এখন হাসপাতালে আরও ২০ জন চিকিৎসক প্রয়োজন বলেও তিনি জানান।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানার কোনও বিকল্প নেই। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।

শেয়ার