Top

তাবলিগ জামাত মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ এলাহাবাদ হাইকোর্ট, ৩ এসপিকে তলব

১০ জুলাই, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
তাবলিগ জামাত মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ এলাহাবাদ হাইকোর্ট, ৩ এসপিকে তলব
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট বিদেশি ও ভারতীয় তাবলিগ জামাত সম্পর্কিত মামলার শুনানি চলাকালীন তিন জেলার পুলিশ সুপারকে সমন পাঠিয়েছে। গতকাল (শুক্রবার) ওই মামলার শুনানিতে হাইকোর্ট কঠোর অবস্থান গ্রহণ করে তিনটি জেলার পুলিশ প্রধানদের ব্যক্তিগতভাবে আগামী ১৫ জুলাই আদালতে তলব করেছে।

হাইকোর্ট তাবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে ৩০৭ ধারা চাপিয়ে দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে।

উত্তর প্রদেশে গতবছর কয়েক মাস ধরে জেলে থাকা বিদেশি তাবলিগ জামাত মামলায় পুলিশের মনোভাব নিয়ে এলাহাবাদ হাইকোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে। এ ক্ষেত্রে ১৮ বিদেশি তাবলিগ জামায়াতের সদস্যও অভিযুক্ত হিসেবে জড়িত।

হাইকোর্ট উত্তর প্রদেশের শাহজাহানপুর, হাপুর ও মউ জেলার পুলিশ সুপারকে তলব করেছে। তিন জেলার পুলিশ প্রধানকে আগামী ১৫ জুলাই ব্যক্তিগতভাবে হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এখনও পর্যন্ত ওই মামলায় হাইকোর্টে চার্জশিট এবং কেস ডায়েরি পেশ করা হয়নি তা তিন জেলার পুলিশ প্রধানদের ব্যাখ্যা করতে হবে। ৮ জুন ওই মামলার শুনানি চলাকালীন দেওয়া আদেশের অমান্যতা নিয়ে হাইকোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিল। হাইকোর্ট বলেছে তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কেন ৩০৭ ধারা চাপানো হয়েছিল তা মউ জেলার এসপিকে ব্যাখ্যা করতে হবে।

গত বছরের ২০২০ সালের মার্চ মাসে বিদেশি ও ভারতীয় তাবিলিগ জামাতের মুসল্লিরা নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত মার্কাজে এসেছিলেন। ভারতে সে সময়ে করোনাভাইরাসের ঢেউ ছিল না বা কোনও করোনার প্রোটোকল ছিল না। কিন্তু তা সত্ত্বেও, উত্তর প্রদেশের শাহজাহানপুর এবং হাপুর জেলার বিদেশি তাবলিগ জামায়াতিদের কারাগারে প্রেরণ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মহামারী আইন ও বিদেশি আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছিল। এ ক্ষেত্রে জামাতিরা পুলিশ চার্জশিটকে চ্যালেঞ্জ জানায় এবং মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে আবেদন করেছিল।

শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট বিদেশি এবং ভারতীয় তাবলিগ সদস্যদের দ্বারা দায়ের করা আবেদনের শুনানি করে। বিচারপতি অজয় ভনোটের একক বেঞ্চ এই শুনানি করেছে। অ্যাডভোকেট আদিল আহমেদ আবেদনকারীদের পক্ষে সাফাই দিয়ে সব তথ্য হাইকোর্টের সামনে উপস্থাপন করেন। ওই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জুলাই। -পার্সটুডে

শেয়ার