Top

‘বিশ্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেন’

১০ নভেম্বর, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ
‘বিশ্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেন’

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচনী চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরপরই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণফোরাম ও নূর হোসেনের পরিবার শ্রদ্ধা জানায়। তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেনের অবদানের কথা স্মরণ করেন।

তারা বলেন, নূর হোসেন আজ সারা বিশ্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে আছে।

এর আগে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, সিপিবি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শহীদ নূর হোসেন দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার