Top

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত

১১ জুলাই, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত

রোববার সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ পথে তুরস্কে প্রবেশ করেছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছায় তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও জরুরি সেবাদানকারী কর্মীরা।

ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। এভাবে তুরস্ক হয়ে বহু অভিবাসী ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে। যাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখক বাংলাদেশি রয়েছে যারা তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।

এসব অভিবাসী প্রত্যাশীরা জীবনঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দেয়। আবার অনেকে মিনিবাস ও ট্রাকে করে ইউরোপ প্রবেশের চেষ্টা করে।

অভিবাসী প্রত্যাশীদের একটা বড় অংশই হচ্ছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের নাগরিক। ঝুঁকিপূর্ণ পথে যাত্রা দেয়ায় প্রায়ই এদের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে।

শেয়ার