Top
সর্বশেষ

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৮ রোহিঙ্গা মিরসরাইয়ে আটক

১১ জুলাই, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৮ রোহিঙ্গা মিরসরাইয়ে আটক
চট্টগ্রাম প্রতিনিধি :

নোয়াখালী জেলার ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে আসা শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে মিরসরাই ইকোনমিক জোনে কর্মরত পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৬ নারী ও ৪ জন পুরুষ।

রোববার (১১ জুলাই) সকাল ৯টায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকা থেকে আটক করা হয় তাদের।
এর আগে, দুই দফা ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটক করা হয় মিরসরাই সমুদ্র উপকূলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় উত্তাল সাগর পাড়ি দিয়ে শিশু, নারী, পুরুষসহ ১৮ রোহিঙ্গার একটি দল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সমুদ্র উপকূলে এসে নামে। সেখান থেকে চরশরৎ এলাকায় এলে স্থানীয় লোকজন তাদের আটক করে শিল্প পুলিশের হাতে তুলে দেয়।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আরিফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে আটক করেছে। এমন খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের নিয়ে যায়। আটক রোহিঙ্গা সদস্যদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারী ও কয়েকটি অসুস্থ শিশু আছে।

শেয়ার