উয়েফা ইউরোর ফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডে স্বপ্ন ভেঙ্গে টাইব্রেকার জিতে শিরোপা নিজেদের করেছেন নিয়েছে ইতালি। ৫৩ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেনে দলীয় গোলকিপার জুয়ানলুইগি ডনারুমা। সেই সুবাদে পেয়েছেন টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার। এই খেতা প্রদান শুরুর পর থেকে প্রথম গোলকিপার হিসেবে গোল্ডে বল জেতার নজিন স্থাপন করলেন তিনি।
১৯৯৬ সালের পর থেকে ইউরোতে সেরা ফুটবলারের পুরস্কার প্রদান করা হয়। গত আসরে কোনো গোলকিপারের ক্ষেত্রে এই পুরস্কার জেতা সম্ভব হয়নি। এবার সেটাই করে দেখালেন ইতালির ডনারুমা।
পুরো টুর্নামে্টে জুড়েই তিনি ছিলেন দুর্দান্ত। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে কোনো গোলই হজম করতে হয়নি তাকে। নিজেদের প্রথম ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-০, দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-০ এবং শেষ ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সেরা ষোলোর ম্যাচে অস্ট্রিয়া বিপক্ষে প্রথম গোল হজম করে ডনারুমা। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও একটি করে মোট চারটি গোল হজম করেছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ো মাত্র চারটি গোলের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। সেই সঙ্গে সেমিফাইনালে শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচটি ড্র হলে টাইব্রেকারে দলকে জয় এনে দিয়েছিলেন তিনিই। এবার ফাইনালেও ঘটেছে একই ঘটনা। নির্ধাতি সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারে ইংল্যান্ড দুটি শট আটকে দিয়ে দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেন।
ইতালির এই গোলকিপারকে সেরা ফুটবলারের পুরস্কার দেয়ার ব্যাখ্যাও দিয়েছে ইউরোর টেকনিক্যাল কমিটি। তিন ম্যাচে ছিলেন ক্লিনশিট। ৯টি করেছেন দুর্দান্ত সেভ। সেমিফাইনালেও ছিলেন পেনাল্টি শ্যুট-আউটের হিরো। একইভাবে ফাইনালেও হলেন পেনাল্টি শ্যুট-আউটের হিরো। সুতরাং, সেরার পুরস্কারটা তো তার হাতেই মানায়।
এই টুর্নামেন্টে আরো একটি পুরস্কারের উঠেছে ডনারুমার হাতে । অন্যান্য দলের গোলকিপারদের পেছনে ফেলে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও পেয়েছেন তিনি।