ফরহাদ বিন নূর: আসক্তি! তরুণ প্রজন্ম। ফ্রি ফায়ার, পাবজিসহ অনলাইন গেমসে। ঘরে ঘরে বইবিমুখ সন্তানরা। উদ্বিগ্ন অভিভাবকরা। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর মাঝে এটি এখন মহামারি রূপ ধারণ করেছে! সচেতন মহল বলছেন, যে সময়ে ছেলে মেয়েদের পড়ার টেবিলে ব্যস্ত থাকার কথা ছিল, কথা ছিল উজ্জ্বল ভবিষ্যতের জন্য অধ্যবসায়ী হয়ে স্বপ্নজাল বুনার, আর স্বপ্ন পুরণে প্রযুক্তিকে সহায়ক আশীর্বাাদ হিসেবে নেয়ার, সেই সময়ে তারা প্রযুক্তির অপব্যবহারে অন্যরকম আসক্ত হয়ে আসল কাজ থেকেই দূরে সরে গিয়েছে । আর সমাজে এর নেতিবাচক প্রভাব প্রতিফলিত হচ্ছে বাস্তবেও। প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন গেমস বন্ধই কোনো সমাধান নয়; পারিবারিক সচেতনাতায় হতে পারে আসক্তি রোধ।
পাব-জি, ফ্রি-ফায়ার খেলার নেতিবাচক দিক তুলে ধরে একজন বিশেষজ্ঞ জানান, এই খেলায় যে একবার ঢুকে, সে ধীরে ধীরে এতে আসক্ত হয়ে পড়ে। রাত জেগে জেগে গেমস খেলে ঘুম নষ্ট করে শরীরের ক্ষতি করে। এমবি কিনার জন্য করে আর্থিক অপচয়। আবার অনেকে এমবি কিনার টাকা জোগাড় করতে না পেরে বেছে নিচ্ছে আত্মহত্যার পথও। সারাক্ষণ মোবাইলে আসক্ত থেকে কৈশরের স্বাভাবিক বেড়ে ওঠায় বিঘ্ন ঘটছে। পড়াশোনার প্রতি তৈরি হচ্ছে অনিহা। নৈতিকতা থেকে হচ্ছে বিমুখ, যা জাতির জন্য অশনি সংকেত বটে। গেমস খেলার সময় ১৮+ কনটেন্ট অশ্লীল বিজ্ঞাপন আসে যা কিশোর তরুণদের মনে যৌন সুসসুরি তৈরি করে। এরপর আসতে আসতে তারা এর মাধ্যমে পোর্নগ্রাফির দিকে ধাবিত হতে থাকে।
জানা যায়, অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ (পাবজি)। গেমটির মোবাইল ভার্সনে একসঙ্গে অনেকজন মিলে অবতরণ হয় এক রণক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত না একজন সিঙ্গেল সেনা বেঁচে থাকছে যুদ্ধে ততক্ষণ খেলে যেতে হয়। ২০১৮ সালে অ্যাঙ্গরি বার্ড, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলোকে পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমের তালিকায় শীর্ষে জায়গা করে নেয় পাবজি। অন্যদিকে গেরিনা বর্তমানে ফ্রি ফায়ারের উন্নত সংস্করণে কাজ করছে যা ‘ফ্রি ফায়ার ম্যাক্স’ নামে পরিচিত। ২০১৯ সালে এটি হয়ে উঠে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম। জনপ্রিয়তার কারণে গেমটি ২০১৯ সালে গুগল প্লে স্টোর দ্বারা ‘সেরা জনপ্রিয় ভোট গেম’ এর জন্য পুরস্কার পেয়েছিল। ২০২০ সালের মে পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বব্যাপী দৈনিক ৮০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীদের সঙ্গে একটি রেকর্ড তৈরি করে। গেমটি অন্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জামের সন্ধানে একটি দ্বীপে প্যারাসুট থেকে পড়ে আসা ৫০ জন ও তার অধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে। পাবজি-ফ্রি ফায়ার খেলে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে গেম দুটি খেলার এসব বর্ণনা সম্পর্কে।
গবেষণায় দেখা গেছে, সমাজে এসব খেলার নেতিবাচক প্রভাব পড়ছে ক্রমশ। শিক্ষার্থী কিশোর-কিশোরীদের করে তুলছে সহিংস ও উগ্র।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়।
সম্প্রতি এসব গেমের কারণে আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। গত ৩১ মে পাবনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আসিফ (১৮) নামের একজন। জানা যায়, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলার জন্য বাবার কাছে স্মার্টফোন চেয়ে না পেয়ে সে আত্মহত্যা করে।
সাতক্ষীরা জেলার শ্যামনগরেও গতকয়েকদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আশিক রহমান (১৫) নামের আর এক স্কুলছাত্র। আত্মহত্যার পূর্বে সে চিরকুটে লিখে যায়, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এটা আইডির পাসওয়ার্ড। ফ্রি ফায়ার পাবজি গেমের আইডিতে ঢুকে তোমরা কাজ করতে পারবা। আমি যে আইডি কিনেছি, তা বিক্রি করে টাকাটা তাদের ফেরত দিও।’
জানা যায়, পরিবারের সদস্যদের কাছ থেকে লুকিয়ে নির্জন এলাকায়, কখনও ঘরের দরজা বন্ধ করে গেম খেলতো আশিক। আগের আইডি নষ্ট হয়ে যাওয়ায় নতুন আইডি খোলার জন্য আনুষঙ্গিক খরচ জোগাতে বিচলিত হয়ে পড়ে সে। টাকা জোগাতে মানিকখালী বাজারের ইলেকট্রনিক্সের দোকানে কাজ নেয়। ওই দোকানের ক্যাশ থেকে তিন হাজার টাকা নিয়ে যায়। নতুন আইডি ও ডাটা কিনে দুই হাজার ৪ শ টাকা খরচ করে।
মাদ্রাসা শিক্ষক শেখ আমিরুল ইসলাম (সহকারী অধ্যাপক) বাণিজ্য প্রতিদিনকে বলেন, দিনদিন শিক্ষার্থীরা বইবিমুখ হয়ে পড়ছে। আসক্ত হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, লাইকি প্রভৃতি গেমস ও বিনোদনমূলক সাইটের প্রতি। প্রযুক্তির অপব্যবহারে কোটি যুবসমাজ, তরুণ-তরুণী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ নিয়ে আমরা শিক্ষকরাও রীতিমতো উদ্বিগ্ন ও শঙ্কিত! এভাবে একটি প্রজন্মকে দিনের পর দিন ধ্বংসের মুখে ধাবিত হতে দেয়া যায় না। এ থেকে উত্তরণের উপায় এখনই খুঁজতে হবে অভিভাবক ও সংশ্লিষ্টজনদের।
একজন অভিভাবক বলেন, এসব গেমস খেলার কারণে বাচ্চারা শারীরিক এবং মানসিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। পাব-জি, ফ্রি-ফায়ার, টিকটক, লাইকি বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে যাবে। পড়ালেখা ও স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হওয়ার বদলে এইসব মাধ্যমে অধিক ঝুঁকে পড়া, তাদের জন্য কখনো ভালো ভবিষ্যৎ ও সুফল বয়ে নিয়ে আসবে না। তাই এসব অ্যাপের ব্যবহার সীমিত করন কিংবা ব্যান করার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদের কিছুটা হলেও রক্ষা করা যাবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাহফুজা খনম বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘বাচ্চাদের কাজই হচ্ছে অনুকরণ করা। তারা যখন কোনো সহিংস প্রোগ্রাম দেখে তখন সেটা তারা বাস্তবেও করার চেষ্টা করে। এ ক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব হচ্ছে কীভাবে আসক্তি রোধ করা যায় সেদিকে খেয়াল রাখা। তবে সব অভিভাবক সমান ভাবে শিক্ষিত ও সচেতন নন এবং অনেক অভিভাবক চাকরি করেন। তাই সবাই তো সমান ভাবে বাচ্চাদের মনিটরিং করতে পারেন না। এ ক্ষেত্রে সরকারের উচিৎ এ রকম যেসব প্রোগ্রাম বাচ্চাদের মধ্যে নেগেটিভ ইম্পেক্ট তৈরি করে সেগুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণে নিয়ে আসা।’
‘সব অভিভাবক সমানভাবে শিক্ষিত ও সচেতন নন’ – অধ্যাপক ড. মাহফুজা খানম, চেয়ারপার্সন, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সম্প্রতি পাবজি-ফ্রি ফায়ার বন্ধ হওয়ার গুঞ্জন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বন্ধ হয়নি আজও।
তারুণ্যকে বাঁচাতে এই গেমগুলো দেশে নিষিদ্ধ করা এখনই উপযুক্ত সময় কিনা নাকি ভিন্ন কোনো কৌশল অবলম্বন করা হবে এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘দেখুন উপরের তকটা সবাই দেখে কিন্তু ভিতরেরটা কেউ দেখতে চায় না। আমরাও ছোট বেলায় কত রকম খেলা খেলেছি। খেলাটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে খেলায় সবসময় আসক্ত হয়ে থাকাটা। তবে এর চেয়ে বড় অপরাধ হল অভিভাবকদের অসচেতনতা। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে তাদের সন্তান কখন কি করছে না করছে এসব বিষয়ে খেয়াল রাখা, তদারকি করা, তাদেরকে সচেতন করে গড়ে তোলা।’
‘প্রযুক্তির ওপর দোষ না চাপিয়ে প্রযুক্তির সদব্যবহার করুন’ -মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
মন্ত্রী আরও বলেন, ‘আজকে যদি পাবজি বন্ধ করি কালকে টাবজি আসবে। আজকে যদি ফ্রি ফায়ার বন্ধ করি কালকে আসবে ওপেন ফায়ার। এসব গেম একটি বন্ধ করলে অনুরূপ আরেকটি আসবে। আমরা পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করেছিলাম, কিন্তু আরও নতুন করে পর্নোগ্রাফির সাইট তৈরি হয়েছে। যদি বন্ধ করতে হয় তাহলে তো দেশে ইন্টারনেট-ই বন্ধ করে দিতে হবে। কিন্তু ইন্টারনেট তো আর বন্ধ করা যায় না। যেটা যায় সেটা হচ্ছে প্রযুক্তির ব্যহারে সবাইকে সচেতন করে তোলা। এ ক্ষেত্রে অভিভাবকদেরই এ দায়িত্ব পালন করতে হবে নিজ নিজ সন্তানের জন্য।’
মন্ত্রী তার ছেলেকে দিয়ে উদাহরণ টেনে ধরে বলেন, ‘আমার ছেলে এমন কোনো অনলাইন গেমস নেই যেটা সে ছোট বেলা থেকে খেলে আসেনি। তারপরও সে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন কম্পিøট করেছে। প্রযুক্তির ওপর দোষ না চাপিয়ে প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়া উচিৎ। অভিভাবকদের উচিৎ তার সন্তানের তদারকি করা, যাতে করে সন্তান প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকে।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘তারপরও যদি সরকারের উচ্চ মহল থেকে ফ্রি ফায়ার-পাবজি বন্ধের প্রয়োজনীয়তা মনে করা হয় তাহলে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করা হবে। এ বিষয়ে হাই-কোর্টেও রিট করা হয়েছিল। হাই-কোর্ট কী সিদ্ধান্ত দেয় আপাতত সেটার অপেক্ষায় থাকতে হবে।’