Top
সর্বশেষ

চট্টগ্রামে পুলিশ ও র‌্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৯

১২ জুলাই, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
চট্টগ্রামে পুলিশ ও র‌্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৯
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরী সরকারি বিধিনিষেধের তথ্য প্রচার করার সময় হামলার শিকার হয়েছেন পুলিশ। এতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চান্দগাঁও থানাধীন কবির টাওয়ারের সামনে জানালী হাট রেলস্টেশনের ৮নং পুলের গোড়া গলির মুখে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান। গ্রেফতাররা হলেন- রবিউল আলম (২৭), মো. সুমন প্রকাশ আনিস (২৭), মো. মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), ফারুক (৪১), রায়হান (২০), বাদশা (৩২), বশির (৫৩), ইমন (১৯) এবং মো. লিমন (২০)।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাতে জানালী হাট এলাকায় কিছু লোক জড়ো হয়ে নিজেদের মধ্যে ঝগড়া ও মারামারিতে লিপ্ত হচ্ছিল। এ সময় পুলিশ হ্যান্ডমাইকে করোনার বিধিনিষেধে জমায়েত নিষিদ্ধের কথা উল্লেখ করে তাদের বাসায় চলে যেতে নির্দেশ দেয়।

‘তখন উত্তেজিত হয়ে তারা অতর্কিতে পুলিশের ওপর হামলা করে। হামলায় চান্দগাঁও থানার এসআই জাফর আলমের মাথা ফেটে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।’

এ ঘটনায় সংক্রমণ প্রতিরোধ আইন ও সরকারি কর্তব্যকাজে বাধাদান ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, নগরীর বাকলিয়ায় অবৈধ কাঠ জব্দের সময় মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওই ঘটনায় এজাহারভুক্ত আরও পাঁচ আসামি পলাতক রয়েছে। অজ্ঞাত আসামি আছে ৩০ থেকে ৩৫ জন।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, বাকলিয়ার বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করা মূল্যবান কাঠ জব্দ করতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আমাদের ফোর্সের ওপর হামলা করা হয়। এতে চার সদস্য আহত হয়েছেন। অভিযান চালিয়ে চারজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রথমে আমরা বলিরহাট এলাকায় অবৈধ কাঠ মজুদের বিষয়টির সত্যতা যাচাই করি। সত্যতা পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে দুপুর ২টার দিকে অভিযানে যায় আমাদের টিম। অভিযান শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয় দুজন লোক মসজিদের মাইকে ঘোষণা দেন-এলাকায় ডাকাত এসেছে, আপনারা সবাই জড়ো হন। তখন এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।

শেয়ার