Top
সর্বশেষ

বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি লঙ্গন করায় ১৭ জনকে জরিমানা

১২ জুলাই, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি লঙ্গন করায় ১৭ জনকে জরিমানা

লকডাউনের ১২তম দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়াতে অনুমোদনবিহীন গরু হাট বসানোর দায়ে ও বিভিন্ন বাজারে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্টে ১৭জনকে ৩৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে ।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাট-বাজার, মোড়ের দোকান, সড়কে চলাচলরত মোটর সাইকেল চেকিং করাসহ টহল জোড়দার করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বালিয়াকান্দি থানা পুলিশ। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। স্বাস্থ্য বিধি না মানলেই গুনতে হচ্ছে জরিমানা। অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে মাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, উপজেলার রামদিয়াতে অনুমোদনবিহীন গরু হাটে ও বিভিন্ন বাজারে মোবাইল কোর্টে ১৭জনকে ৩৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার