Top
সর্বশেষ

আলোচিত আড়ানী পৌর মেয়র মুক্তারকে সামরিক বহিস্কার

১২ জুলাই, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
আলোচিত আড়ানী পৌর মেয়র মুক্তারকে সামরিক বহিস্কার
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর বাঘার আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলীকে বহিস্কার করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র মুক্তার আলীকে আজ সোমবার তাকে সামরিক বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার আড়ানী পৌরবাজারে এক কলেজশিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওই শিক্ষক মামলা করেন। রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। আটক করা হয় তার স্ত্রী ও দুই ভাতিজাকেও।

পরে শুক্রবার ভোরে পাবনার পাকশী এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালককে গ্রেফতার করা হয়। এর পর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে আবারও মেলে এক লাখ ৩২ হাজার টাকা, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।

মুক্তার আলী ১৬ জানুয়ারি মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করায় আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এখন তার নামে মামলার সংখ্যা ১০টি।

বিস্তারিত আসছে….

শেয়ার