অবশেষে ভারতের কেন্দ্রীর সরকারের নতুন আইটি নির্দেশনা মেনে নিয়েছে টুইটার। এই নির্দেশনা মেনে টুইটার গ্রিভ্যান্স অফিসার পদে লোকও নিয়োগ করছে। রবিবার সকালে টুইটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভারতীয় নাগরিক বিনয় প্রকাশকে এই পদে নিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
অভিযোগ জানানোর ঠিকানাও বলা হয়েছে টুইটারের এক বিবৃতিতে। ভারতীয় টুইটার ব্যবহারকারীরা ৪র্থ ফ্লোর, দ্য এস্টেট, ১২১ ডিকেনসন রোড, ব্যাঙ্গালুরু-৫৬০০৪২ এই ঠিকানায় অভিযোগ জানাতে পারবেন।
ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন আইটি নির্দেশিকা অনুযায়ী সোশ্যাল মিডিয়াগুলোকে একজন মুখ্য কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসারসহ বিভিন্ন কর্মকর্তা নিয়োগ করতে হবে।
টুইটারের সঙ্গে সরকারের দীর্ঘদিনের মতপার্থক্য আদালত পর্যন্ত গড়ায়। গত মঙ্গলবার টুইটারের কাছে গ্রিভান্স অফিসার নিয়োগের সময় জানতে চেয়ে ৮ই জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
কমপক্ষে ৮ সপ্তাহ সময় লাগবে বলে বৃহস্পতিবার আদালতে জানায় টুইটার। অবশেষে এদিন নতুন নির্দেশিকা মেনে গ্রিভ্যান্স অফিসারের পদে নিয়োগ করল টুইটার।