চীনের পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে ধসে পড়া হোটেলের ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হোটেল ধসে পড়ার ঘটনায় বুধবার উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুইদিন আগে হোটেল ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এর আগে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ঘটনায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ঘটনার কারণ জানতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, হোটেলটি ২০১৮ সালে উদ্বোধন করা হয় এবং সেখানে ৫৪টি গেস্ট রুম ছিল।