Top
সর্বশেষ

নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

১৬ জুলাই, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
নওগাঁ প্রতিনিধি :

মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির। শুক্রবার দুপুরে মহাদেবপুর ও পোরশা উপজেলার এসব গৃহহীন পরিবারের ঘর পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, নিচু জমি ভরাট ও অতি বৃষ্টির কারণে দু’একটি ঘরের সামান্য কিছু অভিযোগ ছিলো। সেগুলো ইতোমধ্যে জানার পরপরই মেরামত করা হয়েছে। এসব নিয়ে উপকার ভোগীদের কোনো অভিযোগ নেই। এখন এই সব ঘরে এখন তারা সুন্দরভাবে জীবনযাপন করছেন বলেও উপকার ভোগীরা জানান।

পরে বিভাগীয় কমিশনার উপকার ভোগীদেরসাথে মতবিনিময়, খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন।

শেয়ার