Top

লিটনের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

১৬ জুলাই, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
লিটনের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

একদিনের ক্রিকেটে ৪২ ওভার উইকেটে কাটিয়েও মাথা নিচু করে মাঠ ছাড়লেন লিটন দাস। তার কিছুক্ষণ আগেই অবশ্য মাইলফলক ছুঁয়ে উদযাপনটা সেরে নেন। ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকানোর দিন তার তো ব্যাট উঁচিয়েই ড্রেসিংরুমে দিকে হাঁটার কথা। তবে অস্বস্তিতে থাকা লিটন সেটি পারলেন কই! সতীর্থদের ব্যর্থতার দিনে আরও বেশিকিছু করতে চেয়েছিলেন তিনি! নিজের মতো না হওয়ায় খানিক হতাশ লিটন।

লিটনের শতক ছোঁয়া ১০২ রানের সঙ্গে আফিফ হোসেনের ৪৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৩৩ রানের কল্যাণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে চ্যালেঞ্জিং স্কোর দাড় করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২৭৬ রান। এ ম্যাচ জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ২৭৭ রান।

৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬টি টেস্ট ম্যাচ খেলে ফেললেও নামের পাশে কোনও সেঞ্চুরি নেই লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খুব কাছে গিয়েও পারেননি, আউট হন এই ফরম্যাটের ক্যারিয়ার সেরা ৯৫ রান করে। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার সুযোগ পাননি। খুব বেশিদিন অবশ্য শতক হাতছাড়া করার আক্ষেপে পুড়তে হলো না বাংলাদেশ ক্রিকেটের এই ‘স্টাইলিশ’ ব্যাটসম্যানকে।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। প্রতিপক্ষের সিদ্ধান্তে আগে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুটা একবারে সাবধানে করতে চেয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন। জিম্বাবুয়ের বোলারদের সমীহ করে খেলে প্রথম দুই ওভারে কোনও রানই তুলতে পারেনি সফরকারীরা।

তৃতীয় ওভারের শুরুর বলে উইকেটের পিছনে চাকাভার হাতে ক্যাচ দিয়ে খালি হাতে ফেরেন তামিম। প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেলেও এ ম্যাচে ব্যর্থ তিনি। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও। তার ব্যাটে রান খরা দীর্ঘদিনের। আজ শুরুটা অবশ্য সাবলীলই মনে হচ্ছিল, তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে গিয়ে তিনিও ধরেন সাজঘরের পথ। ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২৫ বলে ১৯ রান করে।

মুশফিকুর রহিমের জায়গায় চার নম্বরে সুযোগ পেয়ে আশা জাগালেও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুন। চাতারার লাফিয়ে ওঠে বলে যেভাবে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, তাতে তার ব্যাটিংয়ের ধরণ আরও একবার কাঠগড়ায়। মিঠুন আউট হন সাকিবের সমান ১৯ রানে। খানিক পর মোসাদ্দেক হোসেন সৈকতও ৫ রান করে ফিরে গেলে ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা।

সতীর্থদের আসাযাওয়ার মিছিলে কোনও ঝুঁকি নেননি লিটন। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ৭৮ বলে অর্ধশতকের স্বাদ পেয়েও তৃপ্ত হননি। পরে ইনিংসটাকে তিন অঙ্কে রূপ দেন এই তিনি। ওয়েসলে মাধেভেরের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে ১ রান নিয়ে শতকের উদযাপনটা সেরে নেন লিটন।

এর আগেই অবশ্য সাজঘরে ফেরেন সদ্যই টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। করেন ৫২ বলে ৩৩ রান। লিটন-মাহমুদউল্লার পঞ্চম উইকেটের ৯৩ রানের জুটি খেলায় ফেরায় বাংলাদেশকে। পরে আফিফ হোসেনে সঙ্গে পাক্কা ৫০ রানের পার্টনারশিপ গড়ে ১০২ রান করে আউট হন লিটন। ১১৪ বলের ইনিংসটি সাজান ৮টি চারের সাহায্যে।

শেষদিকে কার্যকারী একটি ইনিংস খেলেন আফিফ। তার ৩৫ বলে ৪৫ ও মেহেদী হাসান মিরাজের ২৫ বলে ২৬ রানের ইনিংসের কল্যাণে পঞ্চাশ ওভার শেষে স্কোর বোর্ডে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে লুক জংওয়ে ৩টি এবং ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

শেয়ার