Top
সর্বশেষ

মাগুরার মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসে অনিয়মের অভিযোগ

১৭ জুলাই, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
মাগুরার মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসে অনিয়মের অভিযোগ
মাগুরা প্রতিনিধি :

আপনাদের মোটা অঙ্কের বেতন আছে। এই অসহায় বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী লোকগুলো যে ভাতা পায় তাই দিয়েই তাদের খাবার ঔষধ মেটান। ভাতার টাকা না পেয়ে বাইরে বসে কান্নাকাটি করছেন। ভাতার টাকার কূলকিনারা করতে ধর্ণা দিয়েছেন আপনাদের অফিসে। অথচ আপনারা দরজা আটকে ভিতরে বসে অফিস করছেন।

বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলার সমাজসেবা অফিসে গিয়েছিলাম। দেখলাম নগদ অ্যাকাউন্ট খোলার পর ভাতার টাকা না পেয়ে অফিসের সামনে ভিড় করেছেন অসহায় ভাতাভোগীরা। অনেকে এক বছরেরও বেশি সময় হয়েছে টাকা পাননি। সামনে ঈদ। কান্নাকাটি করছেন। অফিসের ভিতর থেকে আটকানো। কারো থেকে ভালো কোন পরামর্শ পাচ্ছেন না।

অফিস সহকারি মুক্তার হোসেন জানিয়েছেন, লোকজন অফিসের ভিতর চলে আসে। তাই করোনার ভয়ে ভিতর থেকে আটকিয়ে অফিস করেছি।

অসহায় লোকদের ভালো কোন পরামর্শ দিয়ে বিদায় দেওয়া যেত। বিষয়টি অনেকের কাছে খারাপ লেগেছে। এ বিষয়ে জেলা সমাজ সেবা কর্মকর্তার সাথে আলাপ করলে বিষয় টি তিনি অবিলম্বে ব্যাবস্থা নিবেন বলে জানান।

শেয়ার