Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সোনালী লাইফ

১৭ জুলাই, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সোনালী লাইফ
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৭৩ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১০ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ২৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৭ কোটি ৫ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বেঙ্গল উইন্ডসোরের ২৪.৬৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২৩.০৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ২০.৭৫ শতাংশ, জিকিউ বলপেনের ১৯.৭৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৮.৫৭ শতাংশ, এএফসি এগ্রোর ১৬.৯০ শতাংশ এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট দর ১৫.৩৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার