Top
সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৫ রোগীর মৃত্যু

১৭ জুলাই, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
চট্টগ্রামে করোনায় আরও ৫ রোগীর মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে জুলাইয়ে মাসে রেকর্ড সংখ্যা করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছরের এপ্রিলে চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর কোনো মাসে এতো সংখ্যাক রোগী কখনও পাওয়া যায়নি। দিনদিন রোগী বাড়ছে। জুলাইয়ের ১৬ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৪২ আর মৃত্যু ১০৯ জনের। এখন মাস শেষ হতে ১৩ দিন বাকি। চিকিৎসকরা বলছেন রোগী বাড়লে সে অনুপাতে মৃত্যুও বাড়বে।

প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। একেকদিন একেক উপজেলায় রোগী বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬শ জন। এ সময়ে করোনায় নতুন করে মারা গেছেন ৫ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৭ জন। শনাক্তের মধ্যে নগরীতে ৫৩ হাজার ৩২২ জন। উপজেলায় ১৬ হাজার ৬৩৫ জন। শনাক্ত হার ৩০ শতাংশের কাছাকাছি। নতুন ৫ মৃত্যুর মধ্যে ৩ জন নগরীর, ২ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৮২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৫ জন নগরীর। উপজেলায় মারা গেছেন ৩০৯ জন।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬শ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৪৫২ জন। উপজেলায় ৩৫০ জন।

বর্তমানে নগরীর পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের জায়গা নেই। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণে এতো সংখ্যাক রোগী বাড়ছে। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ গতি পেয়েছে। এছাড়া যারা বাসায় আক্রান্ত হন, অধিকাংশ আইসোলেশনে যায় না। সবার সাথে মেলামেশা করার ফলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে।

করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে, সীতাকুণ্ডে ৩০, হাটহাজারীতে ২২, লোহাগাড়া ২, বাঁশখালীতে ৩, আনোয়ারা ২২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়া ৩, রাউজান ২৮, ফটিকছড়িতে ১১, সন্দ্বীপে ১ ও মিরসরাইয়ে ২১ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯১টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১১৯, বিআইটিআইডি ১৫৮ জন, চমেকে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভাসুতে ২৩০ নমুনায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শেভরনে ২৪১ নমুনায় ৭০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৯টি নমুনায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৬১ জনের নমুনায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যালে চট্টগ্রামের ৮ নমুনায় কারও করোনা শনাক্ত হয়নি। আর টি আর এলে ২৬ নমুনায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার