Top
সর্বশেষ

রংপুর বিভাগে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৩০ জন

১৭ জুলাই, ২০২১ ২:২২ অপরাহ্ণ
রংপুর বিভাগে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৩০ জন
রংপুর প্রতিনিধি :

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত আরো জনের ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মৃত্যের সংখ্যা ছিল ৫ জন। শনিবারের চাইতে ৪ জন বেশি। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ৩৩০ জন রোগী শনাক্ত হয়েছে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭১১ জন। চলতি মাসের সতেরো দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ২০০ জন। ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় মৃত্যু সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের হার।

শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার তিনজন, লালমনিরহাটের দুইজন, পঞ্চগড়ের দুইজনসহ দিনাজপুর ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

রংপুর বিভাগের ৮ জেলায় ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৭১ জন, রংপুরের ১০৮ জন, ঠাকুরগাঁওয়ের ১০ জন, নীলফামারীর ৭ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ২৭ ও লালমনিরহাটের ২ জন রয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ১১ শতাংশ।

নতুন করে মারা যাওয়া নয়জনসহ বিভাগে করোনায় মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৫ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৮ জন, রংপুরের ১৪৭, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫১, লালমনিরহাটের ৪৫, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৭ ও গাইবান্ধার ৩৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন।

নতুন শনাক্ত ৩৩০ জনসহ বিভাগে ৩৬ হাজার ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুর জেলায় ১১ হাজার ১৪৪ জন, রংপুরের ৭ হাজার ৮৪৫ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ৪০ জন, গাইবান্ধার ২ হাজার ৯৫৯ জন, নীলফামারীর ২ হাজার ৭৩৬ জন, কুড়িগ্রামের ২ হাজার ৫৮৪ জন, লালমনিরহাটের ১ হাজার ৯৩৩ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৮৬৭ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরুর পর থেকে রংপুর বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষা কওে বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

শেয়ার