Top

কর্মস্থলে হিজাব নিষিদ্ধ করল জার্মানি

১৭ জুলাই, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
কর্মস্থলে হিজাব নিষিদ্ধ করল জার্মানি

বিশ্বের অনেক মুসলিম নারী ধর্মীয় অনুভূতি থেকে হিজাব পরেন। কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধের আদেশ দিয়েছেন জার্মানির একটি আদালত।

দেশটির দুই মুসলিম নারীর দায়ের করা মামলায় বৃহস্পতিবার ওই আদেশ দেন আদালত। রায়ে বলা, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা আইনবিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে।

রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। তবে, নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিয়ষটি নির্ভর করবে বলে রায়ে বলা হয়েছে।

আদালতের দ্বারস্ত হওয়া ওই দুই মুসলিম নারীকে হিজাব পরায় চাকরিচ্যুত করা হয়। এর প্রতিকার পেতে তারা আদালতে গেলে প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেন জার্মানির ওই আদালত। এ ক্ষেত্রে নিয়োগদানকারী প্রতিষ্ঠান চাইলে ওই কর্মীকে ছাঁটাই করতে পারবে বলেও আদেশে বলা হয়।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশে হিজাব নিষিদ্ধের রায়ের বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে।

শেয়ার