Top
সর্বশেষ

সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৪১

১৮ জুলাই, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৪১
সিলেট :

করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্ত হারে সিলেট দিন দিন দেশের শীর্ষ সংক্রামক ও ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। বর্তমানে দৈনিক শনাক্তের হার অনুযায়ী সিলেট দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেট বিভাগে করোনা সংক্রমণ শনাক্তের হার দিন দিন বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৯০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৮ শতাংশ। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিলো ৪৪ দশমিক ৯৯ শতাংশ। তবে আগের চেয়ে সংক্রমণের হার গত ২৪ ঘন্টায় ৭ শতাংশের বেশী কমেছে।

বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণ করে জানা যায়, ১ম স্থানে থাকা বরিশাল বিভাগে শনাক্তের হার ৪৮ দশমিক শূন্য ৫৯ শতাংশ, ২য় স্থানে থাকা সিলেট বিভাগে শনাক্তের হার ৩৭ দশমিক শূন্য ০৮ শতাংশ , ৩য় স্থানে থাকা চট্টগ্রামে বিভাগে শনাক্তের হার ৩১ শতাংশ। ৪র্থ স্থানে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক শূন্য ৯৭ শতাংশ। ৫ম স্থানে থাকা ঢাকা বিভাগে শনাক্তের হার ২৭ শতাংশ। ৬ষ্ঠ স্থানে থাকা ময়মনসিংহ বিভাগে শনাক্তের হার ২৬ দশমিক ৯৩ শতাংশ। ৭ম রাজশাহী বিভাগে শনাক্তের হার ২২ দশমিক ৯৯ শতাংশ। ৮ম রংপুর বিভাগে শনাক্তের হার ১৯ দশমিক ৫৬ শতাংশ।

এদিকে, সিলেটের প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। দুজনই সিলেট জেলার বাসিন্দা। এর আগের ২৪ ঘন্টায় বিভাগে মৃত্যু হয় ৯ জনের। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ২০৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ৫৬ জন ও মৌলভীবাজার জেলায় রয়েছেন ৬০ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৫৪। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ২১ হাজার ২৫ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৫৫৬ জন, হবিগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৬৫৯ জন এবং মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৪ হাজার ১১৪ জন।

বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪৪৮ জন, সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজার জেলায় মারা গেছেন ৪২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১১৯ জন। এর মধ্যে ৯৭ জন সিলেট জেলার এবং ১২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৪৭। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৫৫। এর মধ্যে ৩২৪ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন, হবিগঞ্জে চিকিৎসাধীন ৫৭ জন এবং মৌলভীবাজারে চিকিৎসাধীন ৩১ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার