Top
সর্বশেষ

চট্টগ্রামে ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪৫

১৮ জুলাই, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪৫
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে জুলাইয়ে মাসে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছরের এপ্রিলে চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর কোনো মাসে এতোসংখ্যক রোগী কখনও পাওয়া যায়নি। দিনদিন রোগী বাড়ছে। জুলাইয়ের ১৭ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১১৫৮৭ আর মৃত্যু ১২০ জনের। চিকিৎসকরা বলছেন রোগী বাড়লে সে অনুপাতে মৃত্যুও বাড়বে।

প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। একেকদিন একেক উপজেলায় রোগী বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। এ সময়ে করোনায় নতুন করে মারা গেছেন ১১ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৯০২ জন। শনাক্তের মধ্যে নগরীতে ৫৩ হাজার ৯৬১ জন। উপজেলায় ১৬ হাজার ৯৪১ জন। নতুন ১১ মৃত্যুর মধ্যে ২ জন নগরীতে, ৯ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৭ জন নগরীর। উপজেলায় মারা গেছেন ৩১৮ জন।

রোববার (১৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২৮৬২ জনের নমুনা পরীক্ষায় ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৬৩৯ জন। উপজেলায় ৩৪৫ জন।

উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে পটিয়ায় ৪৫, হাটহাজারীতে ২৮, লোহাগাড়া ৮, সাতকানিয়ায় ৮, বাঁশখালীতে ১৮, আনোয়ারা ৩, বোয়ালখালীতে ৪০, রাঙ্গুনিয়া ১৮, রাউজান ৪২, ফটিকছড়িতে ২৭, সীতাকুণ্ডে১৭, সন্দ্বীপে ১ ৩ ও মিরসরাইয়ে ১৩ জন।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭১৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৮২, বিআইটিআইডি ১৬০ জন, চমেকে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভাসুতে ২৯৮ নমুনায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮৪৮ এন্টিজেন টেস্টে ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরনে ২৪১ নমুনায় ৭৩ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২টি নমুনায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৮২ জনের নমুনায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যালে চট্টগ্রামের ৮ নমুনায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর টি আর এলে ৪১ নমুনায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ১৩৫ নমুনায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ নমুনায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে নগরীর পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের জায়গা নেই। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণে এতো সংখ্যাক রোগী বাড়ছে। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ গতি পেয়েছে। এছাড়া যারা বাসায় আক্রান্ত হন, অধিকাংশ আইসোলেশনে যায় না। সবার সাথে মেলামেশা করার ফলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে।

করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

শেয়ার