Top
সর্বশেষ

ফরিদপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ

১৮ জুলাই, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
ফরিদপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেনারেল হাসপাতালের জন্য দুইটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আজ রবিবার বেলা ১২ টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের হাতে কনসেনট্রেটর দুইটি তুলে দেয়া হয় ইউনিলিভারের পক্ষ থেকে। জেলা প্রশাসক কনসেনট্রেটর দুইটি জেনারেল হাসপাতালের মুমুর্ষ রুগীদের ব্যবহারের জন্য সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন।

সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, অক্সিজেন কনসেনট্রেটর বাতাস থেকে অক্সিজেন আলাদা করে এর ঘনত্ব বাড়িয়ে রুগীদের দেয়ার জন্য উপযোগী করে দেয়। এটা মুমুর্ষ রুগীদের জন্য বেশ কার্যকর একটা যন্ত্র। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর মাধ্যমে জেনারেল হাসপাতালে আগত মুমুর্ষ রুগীরা এখন থেকে এই সেবা নিতে পারবেন।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনা ভাইরাসের কারনে শুধুমাত্র আমাদের দেশ নয়, পুরো পৃথিবী একটি ‘ক্রাইসেস মোমেন্ট’ এর মধ্য দিয়ে যাচ্ছে। হাসপাতাল গুলোতে রুগীর চাপ বাড়ছে। এমন ভাবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে হয়ত এই প্রতিকূলতা কাটিয়ে উঠা অনেকটাই সহজ হবে।

শেয়ার