সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪১৬ বারে ৩ লাখ ৯০ হাজার ৭৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৯ বারে ৬ লাখ ৬০ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৭ বারে ১০ লাখ ৩৭ হাজার ৭১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদারের ৯.৯২ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৮৩ শতাংশ, আজিজ পাইপসের ৯.৮২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯.৭১ শতাংশ, জেমিনি সী ফুডের ৯.২২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.১৩ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস