Top
সর্বশেষ

তারুণ্যের আলো সাহিত্য তরী’র ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

১৯ জুলাই, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
তারুণ্যের আলো সাহিত্য তরী’র ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহরের স্থানীয় সামাজিক ও সাহিত্য-সংস্কৃতি ভিত্তিক সংগঠন তারুণ্যের আলো প্রকাশিত ত্রৈমাসিক লিটল ম্যাগ “তারুণ্যের আলো সাহিত্য তরী” পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ ই জুলাই রবিবার তারুণ্যের আলো কার্যালয়ে সীমিত পরিসরে বিকাল ৫ টায় উন্মোচন করা হয়।

তারুণ্যের আলো সাহিত্য তরী’র ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন তারুণ্যের আলো এর উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সরকারি বুলবুল কলেজের সহকারী অধ্যাপক খায়রুজ্জামান দিদার, বাংলাদেশ হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদের চাটমোহর উপজেলা শাখা সভাপতি ও তারুণ্যের আলো এর অভিভাবক সদস্য জয়দেব কুন্ডু, হোসনেআরা হাসি, শাহিদা সুলতানা লিপি, চেতনায় চাটমোহর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেমান আসাদ, আজকের পত্রিকা চাটমোহর প্রতিনিধি তুষার ভট্টাচার্য প্রমুখ।

তারুণ্যের আলো সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য তরী’র সম্পাদনা পর্ষদ সদস্য আশিফুল ইসলাম অনন্ত,এছাড়া উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, দৈনিক করতোয়া চাটমোহর প্রতিনিধি আবদুল মান্নান পলাশ, নাট্যকর্মী বিপ্লব আচার্য্য, চাটমোহর টিভি সম্পাদক এস এম মাসুদ রানা, চাটমোহর ডিবেট ক্লাব সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রুবায়েত হক রুদ্র প্রমুখ।

এসময় তারুণ্যের আলো সভাপতি ও সম্পাদনা পর্ষদের সদস্য মেহেদী হাসান মিলন, ইসরাফিল এইচ. রুপক, সজীব কুন্ডু, সুমাইয়া জাহান সাবা, প্রচ্ছদকারী আর্য্য কর্মকার, তারুণ্যের আলো এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজ কুন্ডু, দপ্তর সম্পাদক বাপ্পি শেখ, সাংস্কৃতিক সম্পাদক অর্ন্বিত মূর্ছনা মম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম রনি, আইটি সম্পাদক মোহাম্মদ আলি সিয়াম, সহ-অর্থ সম্পাদক নাহিদ হাসান,সন্মানিত সদস্য সাকিবুল হাসান আপন, হাসানাত ফেরদৌস পূর্ণ্য, তানহা রাহা লগ্ন, পিয়া সুলতানা জ্যোতি,নজরুল ইসলাম বাঁধন, আকরাম আকিব, মোঃ বিপুল ইসলাম, সুমাইয়া জাহান সূচি, মোছাঃ রিফা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে করোনাকালীন সময়ে মৃত্যু ব্যক্তি ও সংস্কৃতিমনা ডাঃ অঞ্জন ভট্টাচার্য এর স্মৃতির প্রতি সন্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার